এক চিলতে নীরবতায় ফোটে সহস্র ভাষা,
লক্ষ যোজন তফাত, তবু নিরবধি কাছে আসা।
মানচিত্র তোমার আমার, ছোট্ট খেলার ঘর,
ভুরু যুগলের চিলতে ফাঁকে সব হয়েছে পর।