অকারনে মন খারাপ হয় আজও জানি
গোপনে চোখের জলে ভেজে নির্লিপ্ত বালিশ
অসহায় একাকীত্ব চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখে
নিস্তব্ধতার রাজ্যে বাইরে সন্ধ্যা নেমে আসে
গল্প জমে আছে চোখের পাতায়
তবু এক মুহূর্ত ঘুমের জন্য হাহাকার
অভাব লিখতে বসে ভাবতে ভাবতে দিন যায়
তবু কাগজে আঁচড় পড়া দায়,
আছে তো সবই কাছে শুধু নেই নেই বাতিকটা যায় না।
হারিয়ে যায় কথায় কথায় হাসি বাক্সের চাবি
রোজ যুদ্ধ মগজে আর মনে ফুরায় না
ঘ্যানঘ্যানে হয়ে যায় দুঃখের রোজনামচা
তখন নীরবতাই উপায়।
দূর থেকে সরষে খেত ঘনই লাগে
অন্তরের শূন্যতা কাকে বোঝাই।