একবার এক বঙ্গ ললনার ছলনায় ভুলেছিলাম ঘর বার।
সফরের শুরু নিতান্তই নাটকীয়
শিব মন্দিরের সাদা সিঁড়িতে।
চিরকালের পরিচিত বাঙালি ছন্দ, পরনে ঢাকাই শাড়ি, কপালে লাল টিপ।
দেখা হল, কথা হল, আরো কথা হল, কথায় কথায় প্রেম হল।
সে বলল 'আমার ষোল সোমবারের ফল'
আমি বললাম 'ভালোবাসি ভালোবাসি'
প্রেম চলল ছুটিয়ে ঘোড়া, গড়ের মাঠ থেকে সাইন্স সেন্টার
কখনো পার্কের বেঞ্চে কখনো রেস্টুরেন্টের বন্ধ কেবিনে।
কখনো সন্ধ্যার প্রিন্সেপ ঘাট কখনো আইনক্সে প্রেমের কাহিনী।
চলছিল দিন সুখের মেজাজে, শহরতলির অলিতে গলিতে।
তারপর?
না, না, ভিলেন হয়নি পাত্রীর দাদা, বাধ সাধেনি পাত্রের মা
সুন্দর সকালে খবর এল ছোট্ট একটা এস-এম-এস,
স্যালারি একাউন্ট্ খালি করে উড়ে গেছে বঙ্গললনা ট্রাম্পের দেশে।
কেঁদেছিলাম কিনা?
না, সময় ছিল না।
ফাল্গুনের সেরা উপহার তখন হাতে, পকেট গড়ের মাঠ, মনে প্রতারণা।
তবু 'ভালোবাসি ভালোবাসি'