নেই আমার মোহিনী মনোহর হাসি,
নেই চটুল চোখের বাঁকা চাহনি,
নেই নজর কাড়া রূপের বাহার,
পাঁচপাঁচিক প্যাঁচা নাক,
মুখে ব্রণের দাগ,
মাঝারি উচ্চতা,
স্বভাবে মধ্যবিত্ততা,
শিক্ষা গত যগ্যতায় প্রশ্ন অবান্তর,
আধুনিকতা আর নগ্নতার
জানি আছে অন্তর।
নাহয় হলাম কালো


-তাতে তোমার কি এসে গেল?