ভুলে গেছি তাও গ্রীষ্মের রোদে ছাতিম তলায় দাঁড়িয়ে তুমি আসবেনা জেনেও সেই অপেক্ষাটা
ভুলে গেছি তাও মাথা নীচু করে চুপ করে হজম করে নেওয়া তোমার মায়ের সেই অপমানটা।
ভুলে গেছি তাও ফাইনাল পরীক্ষার আগের সারারাত জেগে আমার নীরব কান্নাটা
ভুলে গেছি তাও তোমার শেষ জবাবে বলে যাওয়া মিথ্যা সেই দোষারোপটা।


স্বপ্ন আমার তোমার চোখে
হারায় করুণ রবে,
বোবা প্রশ্নেরা উত্তর খোঁজে
কোথায় কখন কবে।
হৃদয়ের ব্যাথা নীরব তবু
গোপনে লুকাই শ্বাস,
কাজকারবার বরাবর চলে
একই ভাবে কাটে মাস।


আরো কিছু  কি ভোলার ছিল?
হ্যাঁ, সেই আড়চোখের চাওনিটাকে,
আরো কিছু কি ভোলার ছিল?
হ্যাঁ, তোমার মিথ্যা ভালোবাসাকে,
আরো কিছু কি ভোলার ছিল?
হ্যাঁ, সেই সময়টাকে,
আরো কিছু কি ভোলার ছিল?
হ্যাঁ তোমাকে।


ভালো আছি আমি    ভালো থেকো তুমি
               এবার তাহলে আসি
মোর কাল ছায়া        মাড়াবে না আর
                 তোমার মিষ্টি হাসি
খুঁজে নেব আমি       এর থেকে দামি
                 সত্যি একটা জীবন
রবে কিনা রবে       কেই বা জানবে
                 কাঁচের ঠুনকো মন।


তোমার দোষ নয়, আমি ভালো বেসেছিলাম।
তোমার দোষ নয়, প্রত্যাশা আমার ছিল।
তোমার দোষ নয়, আমি সত্যি ভেবেছিলাম।
তোমার দোষ নয়, স্বপ্নটা আমার ছিল।
তবু তুমি মিথ্যা ভোলালে কেন?
তবু তুমি  মিথ্যা  আশা জাগালে কেন?
তবু তুমি মিথ্যা স্বপ্ন দেখালে কেন?
তবু তুমি মিথ্যা ভালোবাসলে কেন?