যদি আবার হারিয়ে যাই,
হারাবি এবার আমার সাথে?
অচেনা নদীর ধার দিয়ে, কৃষকের খেত খামার পেরিয়ে,
অরন্য দেবের জঙ্গল পার করে, ঐ যে দূর দীগন্তে যেখানে আকাশের আর মাটির সংসার;
যাবি আমার সাথে? যাবি তোর চেনা লোকেদের ছেড়ে, তোর লাভ ক্ষতির হিসাব ভুলে,
যাবি মানুষের কোলাহলকে পিছনে ফেলে, যাবি আমার সাথে হারিয়ে?


আবার যদি পালিয়ে যাই,
পালাবি এবার আমার সাথে?
সাত সমুদ্র তের নদী পার করে, হিমালয় ডিঙিয়ে, আল্পস পেরিয়ে,
গোবি সাহারার বুক চিরে, সেই যেখানে খেজুর ঝোপে এক ইজিপশিয়ান যুবক কালো রাজকন্যার অপেক্ষা করে আছে,
যাবি আমার সাথে সেই বালি ঝড়ে হারাতে?
তোর অতীত বর্তমান সব পেছনে ফেলে, তোর ইচ্ছে গুলো উড়িয়ে দিয়ে,
পালাবি এই ভালোমানুষির কারাগার ভেঙে? পালাবি আমার সাথে ?