যখন কেউ জিজ্ঞেস করে
-'কোনো সাহায্য করতে পারি?'
তখন একটাই কথা বলতে ইচ্ছে করে
-'যদি ক্ষমতা থাকে তাকে একবার গিয়ে বল আমি আজও অপেক্ষা করি তার জন্য।
তাকে গিয়ে বল ঠিক সেই ভাবে রোজ সন্ধ্যায় যেমনটা সেদিন সন্ধ্যায় সে ছেড়ে গেছিল আমাকে।
তাকে একবার বল আমি সেদিন তাকে যতটা ভালোবাসতাম,
আজ তার হাজার গুণ বেশি ভালোবাসি।
আর যদি পার তাকে ফিরিয়ে আনার সাহায্যটুকু করো।'


যখন কেউ জিজ্ঞেস করে
-'কোনো সাহায্য করতে পারি?'
তখন একটাই কথা মনে হয়
-'দামি পাথরে বাঁধালে কবর তাজমহল হয় ঠিক কথা,
কিন্তু মুমতাজ বেঁচে ওঠে না।
চোখের জলে কফিনের কাঠ ভেজে, মরা মানুষের মন গলে না।
তাকে বল একবার শাস্ত্রে, তর্কে, বিজ্ঞানে জগৎ সংসারে তার আর কোনো অস্তিত্ব নেই।
কিন্তু কয়লার ময়লা ধুলে যায় না
আর অভাগির প্রেম মলেও ফুরায় না।'