জানিনে কবির বাড়ি কোথায়,কোন সে অজানাতে?
     পৌঁছে গেলাম কবিতা পাঠে কবির ঠিকানাতে ।
        মনে লাগে কাছের মানুষ অতি আপন জনা,
        তাইতো ভুলে থাকতে নারি মনে আনা গোনা।
        বারে বারে ফিরে আসি তোমার কবিতায়,
         বারে বারে জানতে ইচ্ছে করে শুধু তোমায়।
       কলম তোমার যাদুর কাঠি মন্ত্র লিখে যেন,
        তাই বুঝি মোর পাঠক এ মন থাকে ঘিরে হেন।
       কবি তোমার সাথে আমার দেখা একদিন হবে-
       এই আশাটা মনে রেখে আর কত দিন যাবে?
        আশা রাখি তবু আমার মনে,
       কবির সাথে দেখা একদিন হবে এ জীবনে।
------------------***----------------------
তাং- ০৯/ ১০/ ২০১৫ইং,শুক্রবার,রাত- ১০: ৫টায় রচিত ।
রচনার স্থান- ঢাকা।
মহান কবি দেবব্রত সান্যাল স্মরণে লিখা কবিতা।
      (দুঃখিত যুক্ত  লেখা গুলো  ত্রুটির জন্য ভেঙ্গে যায় বলে) ।