আমি মানুষ, আমার অসংখ্য প্রকাশ- আমি প্রেমিক,
  আমি দোষী,নির্দোষী, আমি ভীতু, আমি সৈনিক।
আমি চুর,ডাকাত, আমি নির্দয়,পাষাণ,
আমি লুচ্ছা- বদমাশ,আমি শয়তান।
আমি বেঈমান- মিথ্যাবাদী,  আমি কাফের,
আমি সাধু- সন্যাসী,অধমের একসের।
আমি ঘোষখোর, চাঁদাবাজ ,আমি লম্পট,
আমি খুনি,চিটিংবাজ, আমি শঠ।
আমি মোল্লা- মুন্সি,আমি হুজুর,
আমি পন্ডিত, আমি বাহাদুর।
আমি অসভ্য,সভ্য,আমি দুষ্ট,
আমি ভদ্র- অভদ্র, আমি সৃষ্ট।
আমি ছিনাল- বেশ্যা, আমি নটী, আমি মাল,
আমি খাংকি,আমি দিঙ্গি, আমি দামাল।
আমি সুদখোর ,আমি জোয়াড়ে,
আমি  মদ খোর , আমি ভাঁতারে।
আমি রং বাজ, আমি বেয়াদব,
আমি ধঁড়িবাজ, আমি আদব।
আমি গুন্ডা, আমি মাস্তান,
মিথ্যুক আমি,আমি বদ-খোর একখান।
আমি নেতা,আমি গায়ক,
আমি ধূর্ত,আমি ঠগ।
আমি ইতর,আমি পাঁজি,
আমি নির্ভীক, বে-লাজি।
আমি সৃষ্টির শ্রেষ্ট বলে-
এই অসংখ্য খেতাব  কি আমার মাথার উপর দোলে ?
এ কি গৌরব? না কি অপমানের ঝান্ডা?
এত গুলো নামে জানিনে কি মানটা।
এত গুলো নামের বলেই হলাম কি না শ্রেষ্ট,
বন্ধু একবার ভেবে দেখো  নিওনা মনে কষ্ট।