কথায় যদি থাকে মধু,
      মন পেতে লাগেনা যাদু।
             দু'টি ঠোঁটের মিষ্ট কথায়
                    শত্রুু হতে পারে বন্ধু।
                            মন পেতে লাগেনা যাদু।।
শুকনা যার মুখের কথা;
     বুকের তলায় নাই হৃদ্যতা,
           এমন বন্ধু ঝরা পাতা।
                   কে চায় তার আত্নীয়তা?
                          এমন বন্ধু ঝরা পাতা। ।
মিষ্টি কথার মালা দিয়ে
       মন করিও জয়,
               তবেই তুমি বন্ধু হবে
                          তা না হলে নয়।
                                আশা তোমার যাবে  নইলে বৃথা
                                             এমন বন্ধু  ঝরা পাতা।।
              -----------------------***------------------------
তাং-২৭/০৩/২০১৫ইং।
রচনার স্থানঃ বাংলা বাজার চট্রগ্রাম।