কেউ কোন দিন দাসীর হাতে
                  ফুল দিল না যতন করে,
                         তার ও মনে সাধ আছে রে
                                রাণী হতে রাজার ঘরে।
  দুঃসাহস তা বলতে পার
        তাই বলে তা নয় অপরাধ,
               থেকে মাটির পৃথিবীতে
                      আমরা ও চাই ছুঁইতে যে চাঁদ।
  মানব দেহের এই মহলে
          পাইনা কিছুই বিভেদ বলে,
                  শ্বেত ও যেমন পীত ও তেমন
                         কেটে দেখো চর্ম তলে।
তবে কোথায় বিভেদ বলো
         এই দুনিয়ার ধন-দালানে?
                  যাবার বেলা যাবে একা
                         কিছুই যাবে না তোর সনে।
  এসব কথা জেনেও ভাই
         কোন  ধ্যানেতে হারিয়ে যাই,
                 যে ধন যাবেনা রে সনে
                        ছুটছি সবাই তারি টানে।
দাসী বলে ঞ্জান করিলাম
        মানুষ বলে না তো,
               একটু তারে বাসলে ভাল
                      কি অমঙ্গল হতো?
........................***......................
তাং-২৯/০৩/২০১৫ইং।
বাংলা বাজার, চট্রগ্রাম।