আমি বার বার হেরে যাই ,
জীবনের খেলায় ধুলা মাখা মন যখন ফুরায় –
      তখনও হাঁটছি আমি ক্লান্ত পায়।
সুখ নয়, দুঃখ নয়, প্রেম নয় ,বিরহ নয় ,
শুধু এক অদ্ভুত একাকীত্ব মাখা সময়
কাঁদছে ঠোঁট ফুলিয়ে অভিমানী শিশুটির মত –
একটা সুন্দর মন ভোলানো হাসি
দেখব বলে তোমায় ভালবেসে হারিয়ে ফেলেছি নিজেকে।
প্রতিক্ষার পর প্রতিক্ষা শুধু –
নিজেকে কোথায় পাই?
উদ্ভ্রান্ত মন খুজছে আমায়, এখন প্রেমের সময় –
আকাশের মেঘ ক্লান্ত ভীষণ-
আর উড়বে না আকাশে  ,
টুপ টাপ  ঝরে গেল মেঘ বৃষ্টি হয়ে  –
আর আমি একলা ভালোবাসার একাকিত্ব আগলে হাটছি সময় পথ ।
- এইতো অপরাধ আমার ।
যে অপরাধের কোন ক্ষমা নেই ,
যে ভালবাসার কোন সুখ নেই ,
যে জীবনের মন প্রান নেই,
যে পথের কোন ঠিকানা নেই
সে পথেই তো হাঁটছি আমি জীবন ভালবেসে অপরাধীর মত-
এভাবেই হাজার হাজার বর্ষ রাত আমি আমাকে ছাড়াই শুধু তোমাকে  খুঁজে যাই-
আরও আরও পথ, পথের পর পথ জাগুক ক্লান্তি বাড়ুক মনভার-
ক্ষত বিক্ষত মন আমার, চলার পথে  
যদি দেখা হয়ে যায় চিনবে কি আমায় -  
সেদিন ঝরব আমি ক্লান্ত মেঘের মত বৃষ্টি হয়ে পাতায় পাতায় –
সেদিন আবার বলবো তোমায় ভালবাসি , আজ নয় ।