একাটা ব্লু জিন্সের সাথে পরেছিলি  একটা হলুদ সুতির টিশার্ট –
আর চোখে ছিল ঘন কাজল –
মনে আছে ,মনে আছে তোর ?
আমি তখন নই তোর বর ,
আমি তখন নই তোর ঘর ,
আমি তখন সদ্য উনিশ বছর –
সপ্তমির দুপুর , নির্জন পথ ঘাট ,
হাতের মুঠোয় তোর হাত ।
আমার সাথে শুধু তুই , আর তোর সাথে শুধু আমি –
ভর দুপুরের তপ্ত রোদে , হাঁটছি দুজন বৃস্টি হয়ে –
কত কথা তারা গহন হৃদয় থেকে ঝরছে যেন শিউলি ফুলের মত –
আমারি অজান্তে –
তোর মনে আছে , আঠারো বছর আগে –
সে প্রথম একসাথে , দেখেছি দেবীমুখ –
সেদিন সব দেবীমুখ লাগছিল খুব ফিকে –
সেদিন সব দেবদেবী যেন দেখছিল তোকে চেয়ে ,
তোর ঘেমে যাওয়া মুখে ,
তোর ঘেঁটে যাওয়া কাজল চোখে ,
আর তোর এলো মেলো চুলে –
সেদিন সময় আমার গহন হৃদয় নিংড়ে নিয়ে
  লিখছিল এক প্রেম কাহিনীর কথা ,
ঠিক আঠারো বছর আগে –
আঠারো বছর আগে সেই দুপুরে আজ যদি খুঁজি তোকে-আঠারো বছর পর ,
আসবিকি কি তুই ?
মনে কর না , আমি নই তোর বর ,
           আমি নই তোর ঘর ,
           আমি তখন সদ্য উনিশ বছর ।