তুমি তো বেসেছো ভালো অনন্তঃকাল
আমি রঙহীণ বির্বন মন
শুধু তুমি এঁকে গেছ হাজার রঙ্গীন ছবি।
আর আমি কখনো হয়েছি নীল,কখনো হলুদ
কখনো বা লাল আর সবুজ।
জীবনের সবটুকু দিয়ে
আমাকে সাজালে বধূ।
আমি শুধু তোমার হাত
ধরে চলেছি কত পথ হেঁটে গেছি
শুধু একা একা,
কত গিরিখাত পার হয়ে গেছি,
কত দুঃখ ম্লান হয়ে গেছে।
হিসাব রাখিনি তার
তুমি তো বেসেছো ভাল অনন্তঃকাল।