শতাব্দীর অন্ধকার পেরিয়ে আকাশ পথে হাঁটছে আমার মন-
গভীর শূন্যতায় মিশে গিয়ে ভাবতে চাইছে তোমায় –
আমি আকাশের শূন্যতা হয়ে বসে আছি তোমার দুচোখের সামনে –
যত দূর পার খুঁজে নিও আমায় –
তবু জেন, তা শেষ নয়, তারও পরে আছি আমি –
তুমি আকাশের নিল দেখেছ –
আকাশের অন্তহীন নীলিমায় আমি নিল-
দিঘীর জলে আমার ছায়া সেতো শূন্য নয় –
আমার বিরহ আকাশে কালোমেঘের দাগ লাগে,
পৃথিবী বলে সে কলঙ্ক আমার,
আমি বৃষ্টি হয়ে কাঁদলাম সারারাত-
রইল না কলঙ্ক আর ।