কেমন আছিস তুই ?
তোর সংসার , তোর ঘর ,
তোর ভালোবাসার বর ।
আমি আছি সেই একিই রকম ,
ছেঁড়া বালিশের তুলো ,
হাওয়া পেলে উড়ছি যখন তখন ।
আচ্ছা এখন কি তুই বদলে গেছিস ,
নাকি এখনো আছে আগের মতই
ভীষণ রাগে বালিশ ছেঁড়ার অভ্যেস ।