ছন্দ মেলেনি এ কবিতা
বাস্তব থেকে ওঠে এসে
যত কান্নার জল মিশেছে এ কবিতায়।
চলতি পথের কান্না থেকে
নীরব রাতের কান্না।
একলা বৃদ্ধ কাঁদছে এখানে
কাঁদছে দেখ ঐ অবোধ শিশুর ভালোবাসা।
কাঁদছে আকাশ কাঁদছে বাতাস
কাঁদছে পৃথিবী প্রতিক্ষণে।
এখানে গভীর নীরবে কেঁদে ওঠে রাত্রির দুঃস্বপ্ন।
ছন্দ মেলেনি কোথাও
চোখে দেখি সেই দৃশ্য
চারিদিকে শুধু স্বর্থের ছায়া
কে করে বিশ্বাস এ জগৎ স্বার্থশূন্য।
কোথায় সেই মানবতা বোধ
কোথায় বা সেই মনুষ্যত্ব
ছন্দ মেলেনি বহুতে-
মানুষে আর মনুষ্যত্বে।
ছন্দ মেলেনি কোথাও
এখানে ছন্দ মেলেনি
ভালোলাগার আর ভালোবাসার
ছন্দ মেলেনি হৃদয়ের সাথে জীবনের।
এ কবিতায় হয়ত মিলেছে আমাদের দুচোখ
তবু ছন্দ মেলেনি দৃষ্টি ভঙ্গিতে।