রাত শেষ হয় ভোর হয়ে আসে
পাখীদের মৃদু ডাক বাতাসেতে ভাসে
পূব কোণ লাল হয় সূর্যের আলোতে
অন্ধকার দূর হয় সূর্যেরই মমতায়
ধীরে ধীরে ফোটে ফুল মিলে তার পাপড়ি
পিপিলিকা সারি বাধে চলে সারা বাড়ি
শিশির মাখা ঘাস ঘুম থেকে উঠে
বলে সব ওঠরে, এ রোদ বড্ড মিঠে
ভ্রমর মধুর খোঁজে উড়ে চলে সারে
ফুলেরা ডাকে তাদের গভীর আদরে
নীড় ছেড়ে চলে কাক চলে যে কোকিল
আকাশ যে হতে থাকে নীল আর নীল
ধীরে ধীরে যে হতে থাকে সোনালী দুপুর
ধানের শিষ গুলি দুলে বাজায় নুপুর
বিকাল বেলায় সূর্য যখন অস্তগামী
সন্ধ্যা সবে আসে নামি নামি
তুলসী তলায় প্রদীপের শিখা জ্বলে
হয় রাত সূর্য তখন অস্তাচলে
পাখীরা ফিরে যায় নিজ নিজ নীড়ে
পিপিলিকা বাসায় ফেরে সারে সারে
একে একে সব পথ আসে ঘরে ফিরে