তার কপালে চাঁদের টিপ
মেঘের আবছা আঁচলে লুকানো আঁধার মুখ –
গাছের নতুন পাতার সবুজে সাজানো শরীর –
আভিমান তার উপচে পড়ে পাহাড়ের বক্ষ ফুড়ে আগ্নেয় গিরিপথে ।
প্রেম তার  ঢেউ তুলে যায় সাত সমুদ্র জুড়ে ।
কখনো বা ,
এলোচুল মেলে এলোকেশী ঝড় তুলে বসে থাকে অন্ধকার মুখ ,
তড়িৎ এর তলোয়ারে আকাশের বুক চিরে
লিখে দেয় প্রেমের কবিতা দু-লাইন ।
তারপর হেসে ওঠে –
অঝোর বৃষ্টিতে ভিজে
কাছে আসে মুখোমুখি বসে তোমারই ।