জীবন কবিতা নয়
নয় নদী,সাগর,মরুভুমি
তবু মাঝে মাঝে
কখনও সে কবিতা হয়,নদী হয়
কখনও বা ধূ ধূ মরুভুমি।
জীবন আকাশও নয়-
নয় আকাশের তারা-
তবুও কখনো বা তারাদের ভিড়ে
আকাশে হারিয়ে যাওয়া।
জীবন যদি শুধু নদী ,সাগর, আকাশ, তারা,
মরুভুমি অথবা কবিতা হতে পারত তবে জানত ,
ওরা্ও একটা জীবন পেতে চায়-
হাজার হাজার বছরের সাধনায় একটা জীবন ,
একটা জীবনের ভিতর একটা মন ,
আর সেই মনের ভিতর কত কত রঙের মেলা –
আকাশ নদী মেঘ ওরা সবাই আমার মন হতে চেয়েছিল-
আর আমি কেবলি পালিয়ে যেতে চাইছি এই মনের থেকে বহু দূর –
শব্দের পাহাড় পেরিয়ে , আকাশের মেঘ সরিয়ে ,
ধীরে ধীরে ঐ দূর নক্ষত্রের থেকেও অনেক দূর –
কেন জানো এক স্বাধীন আমির খোঁজে ।