একদিন প্রেম ছিল ,  
কোঁকড়ানো  জল ভেজা চুলে, মেয়েটার বিনুনির আঁটসাঁট ।
একদিন প্রেম ছিল ,
না ওঠা তরকারীর হলদে দাগ লাগা ছেলেটার টিশার্ট  ।
একদিন প্রেম ছিল ,বহুদিন আগে ,
রঙচটা সাইকেলে সামনের সিটটায় ।
বাতাসের ইর্ষা ,জোর জোর ঝাপ্টায় ,
ধুলো মেঘে ঢেকে যায় ,মুখখানা মেয়েটার ।
কি কথায় হাসে ওরা , কোন দেশে উড়ে যায়
কি উপায় জানবার ।
একদিন প্রেম ছিল সস্তার সিঙ্গাড়ায়,
দুজনেতে  কামড়ায় ,ঠোঁটে ঠোঁট ছুয়ে যায় ,
নির্জন ট্রেন কামরায় ।
কার সুখ ,কার দুখ কার ছিল প্রেম তায় ?
সব যেন ঘটছিল ,দৈবের ইচ্ছায় ।
আজ তারা এখনোকি একসাথে গান গায় ,
বেসুরেতে সুর জুড়ে ,ছেলেটা কি মার খায় ।
এখনো কি রাগ হলে ,  
দুজনেতে চলে যায় সামনের পার্কটায় ,
বেহিসাবি গালাগালি ছুঁড়ে দেয় সস্তায় ,
আদরের শেষ রাতে ,
এখোনে কি ওরা খেলে ,
খোলা পিঠে আঙ্গুলের লেখালেখি
ভালোবাসা নাম যার ।