ভালোই  যদি বাসো , যদি সত্যই ভালোবাস –
তবে ভালো বেসে কেন নারী , তুমিহীনতায় কেন তুমি ভোগ –
তোমার ভালোবাসায় ,তোমার গভীর ভালোবাসায় –
নেইতো নিদারুণ অস্তিত্ব সঙ্কটের গোপন ভয় –
যদি এমনই হয় , সে যে ভালোবাসা নয় –
সে তোমার জড়িয়ে থাকা লতার মত বৃক্ষ শরীরে ,
শুধু বেঁচে থাকা , শুধু আঁকড়ে ধরা –
তা নয় তো ভালোবাসা , তা শুধু তোমার একাকীত্ব ভরা ,
এক মিথ্যে প্রেমের অবয়বে বুনে চলা  
মাকড়সার জালের মত  এক  ফাঁদ   - সে যে ভালোবাসা নয় -