রক্ত বর্ন চোখে এক মায়াবী শান্তি ,
কোঁকড়ানো চুল ,কপালে কাটা দাগ ,
চকচকে বলিষ্ট দেহ –
সে তাকিয়ে ছিল অবাক হয়ে ,
যেমন আমিও –
ঘন জঙ্গলে , আলো ও আধারে –
ভাষাহীন সে ভাষাহীন আমি –
জারোয়ার দেশে , এ ঘন জঙ্গলে কি জানি কেমন জীবন তার –
সেও কি ভাবছে মনে আমায়?
কে আমি ,কেমন জীবন আমার –
তবু একবার মনে ভাবি,
ওর জারোয়া জীবনে বলিষ্ঠ বাহুডোরে ,
আমি হতাম যদি ওর সঙ্গিনী নারী।