জীবন তো এই আছে ,এই নেই -
ঠুন কো কাচের গ্লাসের মতই।
যে কোন মুহুর্তে আমি মৃত -
সমস্ত ইচ্ছারা তখন প্রজাপতির মত
পাখনা মেলে ঊড়ে গেছে -
অন্যকোন খানে -
যেখানে শুধু আমি নেই ।
তবুও এ মুহুর্তে আমি জীবন্ত -
জীবনের সুখ দুক্ষ অথবা বিরহ প্রেম
যা আছে তা আমারি ।
তা বইতে পারি বলেই আমি জীবন্ত ,মৃত নই।
নইলে জীবনের কিবা মুল্য ।