মন তোর চিত্রকূট পাহাড় ,
পাথুরে ও মন ডিঙ্গিয়ে আমি নদী আজ সুবর্ণরেখা  –
এখন স্মৃতিরা মাখুক ঝরা শাল পাতার ধূসর গোধুলি রঙ চাদর –
আজ দাবী নেই কোন ,
আমাকেও বাসতে হবে ভালো –
আমি আজ যাব , যেদিকে গেছে মন ,আর তুই ?
আসিস না হয় পিছু পিছু -
যদি ধরতে পারিস আমার জল ছায়া ,
রাখিস মনে , যদি ভুলে যাই, কি ছিল আমার নাম ।