সকল ব্যাস্ততা ফেলে রেখে –
শুকনো মুখে পড়ে থাকে বিস্তীর্ণ বালুচর সম্মুখে তোমার –
তুমি কি দেখতে পাচ্ছ ,
সেখানে জন্ম নিল এক কাঁটায় ভরা ক্যাকটাস ।
রুক্ষ আবহাওয়া , স্থির ব্যাবধান –
যদি নাম দিই তার সংসার ,
আমাদের সংসার ।
হঠাত কলিং বেলে এক আচেনা তুমি ,
অবাক হলে যেন ,
বললে তুমি তো কবি ছিলে ,
তবে এমন কঠিন হলে কেন ?
বাড়ির এক কোনে  টবে রাখা আজস্র কঁটায় ভরা ক্যাকটাসটার দিকে তাকিয়ে থাকি-
প্রেমহীন জীবন  মরুভুমির মত -
তার ভিতর জন্ম নিতেই পারে অভিমানি ক্যাকটাস।