কে তুমি ?
লেখনীর আঘাতে আঘাতে ,
ভাঙ্গ কবিতার কঠিন পাহাড় ?
সেখানে ঝরে কি নদী ঝর্নার মত?  
খুঁজে পাও যদি অর্থ তার  –
বলে যাও , সেথা কি শুধু অন্ধকার ?
অতল সাগরে ডুবুরীর মত ডুব দিয়ে  
কুড়াও কি মুক্তা মানিক ?
গভীর প্রেমে একা একা ।
নাকি শুধুই নীল তিমির মারন দংশন ?
আমি অন্ধ অনুভব, বন্দী আমি , বন্দী কবিতার কারাগারে-
অনন্ত ঘুমের নেশায় মাতাল ,
ঢুলু ঢুলু চোখে শব্দে শব্দে জমাট কুয়াশার বেড়াজাল –
তারি চারপাশে ঘুরপাক খায়  কিছু চেনা পরিচিত
শব্দ আমার –শুধু হতাশায় –
আর তুমি তখনও অক্লান্ত, কিবা দিন কিবা রাত ভাঙ্গছ মনের পাথুরে আগল।
কখনো প্রেমে কখনো বা রক্ত নদীতে স্নান ,
যাকে খুঁজছ তুমি তার পেয়েছ কি সন্ধান ?
আমি দেখি শুধু দেখি , এখন কুয়াশা কেটে গেছে আলো ঝলমল আকাশ
ঠিকরে পড়ে নানা রঙের আলো , কবিতার মলিন শরীরে ।  
আকাশ জুড়ে এক নক্ষত্রের আলোয় আজ কবিতার ভোর –



"কবিতার ভোর " কবিতাটি আসরের কবি যাদব চৌধুরী কে উৎসর্গ করলাম ।