কে তুমি
নদীর চলার ছন্দে,
অথবা পাহাড়ের স্তব্ধতায়
এ জগৎ এর আনাচে – কানাচে
প্রত্যেক সৃস্টি প্রকৃতির রূপে
যেন তোমারে করেছে রাজা।
বাতাসের কম্পন ,হৃদয়ের স্পন্দন
ঐ সুপ্ত রাত্রির ভোর-
ঐ ভোরের মধুরিমা
ঐ জ্যোৎস্নায় ভেজা নদীর বালুকারাশি
সব যেন তোমাকেই দিতে চায়
তার হৃদয়ের কথাটুকু।