আমি রুদ্রর সাথে শুয়েছি ধানক্ষেতে –
আমি রুদ্রর সাথে হেঁটেছি সমুদ্র তীর ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ চুম্বনে ।
মাতাল সমুদ্র ভরা ঢেউএ ,  
রুদ্রর শরীরে শরীর ছুঁয়ে, হাতে হাত রেখে গেছি সমুদ্র স্নানে –


রুদ্র , তোর মনে আছে ,
সেদিন , তোর কবিতার শব্দ শরীরে শব্দ কোথায় , শুধু আমারি গায়ের গন্ধ –
আমার শরীরের আঁকে বাঁকে তোর কবিতারা বাসা বেঁধে থাকে নিঃশব্দে চুপি চুপি,
তোর প্রতিটি চুম্বনে , তোর মাতাল প্রেমে এ শরীর কবিতার আঁকিবুঁকি –
তুই বলেছিলি ,
আমার ছিপছিপে কোমর , আমার সমুদ্র ঢেউ বক্ষ , আমার তুলতুলে নরম মেঘ শরীরে –
আমার নিখাদ প্রেমে তুই ডুবে থাকবি আজীবন –


জানিস রুদ্র , যেদিন তুই চলে গেলি ---
ঈয়াসিন এল , বলল আমায় –
যাবে ,যাবে আমার সাথে সমুদ্র স্নানে অথবা ধানক্ষেতে ?



আমার এই কবিতাটি আমি  শ্রদ্ধেয় লেখিকা  তসলিমা নাসরিন কে উত্সর্গ করলাম ।