তুমি বলেছ , ভালোবাসা নিয়ে ফিরবে একদিন ,
রাতের আকাশে তারাখসার মত ছিটকে লক্ষ্যভ্রষ্ট পথে ছুটে ,  
আমার ঝরা স্বপ্নের  নিথর ঘুম ভাঙাতে ,
তুমি আসবে আসবে একদিন , বলেছ  -


ভুলে গেছ , নাকি হল না হিসেব সারা ,
আমার রাতঘুম হারা চোখ তোমার পথ চেয়ে  ,
এঁকেছে  তোমার প্রতিবিম্ব ।  
রাতের আকাশে দেখি চাঁদ ঢেকে দেয় উড়ন্ত মেঘেরা ,
আর দেখি ছায়ার মতই তোমার সরে সরে যাওয়া
ঘন অন্ধকারের পিছু পিছু আমি একা একা,
তোমাকে যায় না ছোঁয়া নীল আকাশে  শূন্য  দেশে ,
বড্ড হিসেবি তুমি ,
বলে ছিলে ফিরবে একদিন ,
যেমন ফেরে মাঝি নদী ঘাটে শেষ সন্ধ্যা বেলা ,
রাখে নউকা খানা -
এখোন কি  রাতের আকাশে খসেনি কোন তারা ,
এখনো কি ফেরেনি কোন মাঝি , নদী ঘাটে -
দেখতো , হিসেব করে সময় যদি মেলে ,  
তোমার খরচের খাতায়
আমার আর কতটুকু সময় আছে জমা ?