কবি বলে কেন ডাকলে আমায় ?
এ যে কবিতা নয় ।
হৃদয় ভরা ক্ষত ,জাগছে অবিরত ,
শব্দ বন শরীর শুধু অন্ধকার ।
অন্ধ –সময় কালি মাখা মুখ তার –
ভাঙছে মন পুড়ছে জীবন ...।
যদি পারতাম  আকাশের বুক থেকে একটু মেঘ এনে
তোকে ভিজিয়ে দিতে...
যদি পারতাম শব্দ বন শরীর অঙ্গে লেপা কালি
ধুয়ে দিতে –এক স্বপ্ন সুন্দর কাব্যে ।
যদি পারতাম পৃথিবীর বুকে প্রতিটি জীবনে
প্রেম আর প্রেম ঢেলে দিতে একটা কবিতায় –
আমি পারিনি ,কবি হতে পারিনি -
আমি দেখি রক্তে ভেজা মাটি ,
আমি দেখি দূষণে দহনে পোড়া পোড়া মুখ জ্বলছে আগুনে –
আমি লিখি না লিখি না –
লিখতে পারি না  একটা কবিতা কিছুতেই।