এক মেঘলার দিন
সারাদিন রিমঝিম নূপুরের মতো ।
ভোরের সূর্য ওঠেনি তখনও
ব্যস্ত হয়নি পাথঘাট
ব্যস্ত হয়নি নগরী।
জাগেনি প্রান, ওঠেনি কলরব ,
ঘুমন্ত চারিদিক।
ট্রেন এল আধো অন্ধকারে চুপিচুপি নিঃশব্দে ।
এক নাম না জানা মেয়ে-
কি জানি কার পথটি চেয়ে করে আনচান ।
কই এলনাতো কেউ-
ছেড়ে দিল ট্রেন,
ওই বাজে ট্রেনের হুইসেল।
চোখে তার জল , করে টলমল ,
এমন যাবে কি দিন,
সারাদিন রিমঝিম তার।