আমার থেকে পৃথিবিটা একদিন
ফিরিয়ে নিল মুখ ।
তার সবুজ বন ,নীল আকাশ ,
অথৈ সাগর জল এমন কি মাতাল বাতাস
কেউ খোঁজ রাখল না আমার ।
আমি নিরুদ্দেশ হলাম একা একাই ।
আমার বিগত হাজার হাজার বছরের দিনগুলির উপর  
দাঁড়িয়ে আছে অতীত একা মাথা তুলে ।
নেই বর্তমান ও ভবিষ্যৎ ।
ইতিহাসের মুকুটে আমিই তো সেই অতীতের একমাত্র কোহিনুর –
তবু কেউ চিনবে না আমায় জানবে না আমায় –
যেমন আমি জানি বিলুপ্ত  ডাইনোসোরের ইতিহাস ।