শব্দের হাল টানি আমি ,
যেমন টানে মাঝি হাল জলের ওপর।
তফাত এটুকু শুধু ,
মাঝি পায় নদী ঘাট, জল ভাঙ্গা পথের শেষে তবু ,
আমি ডুবে মরি অতল শব্দ গভীরে ।