ব্যাস্ত সময় গুলো
নদীর দুরন্ত স্রোতের মত
কোন বাঁকে না থেমে
চলে যেতে চায়।
সময়ের স্রোতে ভেসে চলি আমি
তবু পাহাড়ের মত স্থির
মনের ভার নিয়ে অবহেলে
কাটাই সময় ব্যাস্ততায়।
মুহুর্ত কেটে যায় মুহুর্তেই
তবু কাটে না আমার
নিঃসঙ্গ মনের নিস্তব্ধতায়।
হাওয়ায় দোলে কৃষ্ণচূড়া
দিঘীর জলে আলতো ঢেউ
সবুজ ধানের মাঠ হয়ে গেছে ফাঁকা-
সে বুঝি আমার মতই একা।