কিছু শব্দের উপর শব্দের বাস ,
তার ভিতর এক কবি মন ,
জেগে বসে থাকে নির্ঘুম রাত –
এক পোড়ো বাড়ি , ক্ষয় ধরা লাল ইটের সারি –
এক লম্বা বারান্দা –
সবুজ লতার এত নরম শরীর প্রতি বর্ষায় এমন করে কেন যে জড়ায় –
আমি যে এক মৃত ইতিহাস ,
এখানে আসেনা কেউ ,
এত নির্জনে কেন এলে কবি ,
নিভৃত নির্জন কবিতার বিজনে কি চাও –
আমাকে জাগাতে ?
তবে লেখ লেখ কবি ,সবুজ নরম পাতার রঙ নিয়ে লেখ –
আর উড়ো মেঘের মত ছড়িয়ে দাও তোমার কবিতা আকাশ ভরিয়ে ,
আমি খুঁজে নেব একটা প্রেম , যে সূর্য কে ছুয়ে ছিল ,
পুড়েছিল শুধু অকারন ভালোবেসে -
এক পৃথিবী পেম কাহিনি জেগে থাকে একা একা –
আকাশ ভরা  নক্ষত্র জ্বলে পুড়ে মরছে বিরহে