ধ্বংস পৃথিবীর পরে
আকাশ ছোঁয়া অট্টালিকা
যখন সুপ্ত সাগর তীরে
হিংসা, লোভ স্বার্থে মোড়া
সুসভ্য সমাজ খানা
মিশে গেছে ধুলার কনায়
সেই তখনের আমি
ঐ দূর দূরান্তের আকাশের পারে
নীরবে বেঁচে থাকি
পৃথিবীটাকে ক্যানভাসে পুরে
তুলি দিয়ে ছবি আঁকি
সূর্যের লাল রং,আকাশের নীলরঙ
আর আমার স্বপ্ন তুলি দিয়ে
একটু একটু করে রাঙিয়ে তুলি এ পৃথিবীকে,
ধ্বংস পৃথিবী পরে
তখন আমার স্বপ্ন কথা বলে।
কথা বলে আকাশের সাথে
কথা বলে বাতাসের সাথে
তখন পৃথিবীটা চুপচাপ
বিস্ফোরনের আওয়াজ নেই
গুলি গোলার শব্দ নেই।
স্বপ্ন ভাঙার দুঃস্বপ্ন নেই।
শান্ত,সুপ্ত,ক্লান্ত পৃথিবী
আমার ডাকে ওঠে জেগে
নতুন আলো মেখে।