জমা নোংরা স্তুপের পাশে ,
সুসভ্য সমাজ থেকে একটু দূরে,
কালো ত্রিপলের নিচে কার যেন বাড়ি ঘর সংসার –


একটা চকচকে হাঁড়িতে টগবগ করে ফুটছে সুখ –
সাদা ভাতের গন্ধ বাষ্প ঘিরে বসে আছে ওরা সবাই  
ওরা জনা আট দশেক মানব মানবী ও শিশু –


সূর্যের চারিদিকে যেমন গ্রহরা ঘোরে ,
নির্দিষ্ট পরিসরে , তায় নেই কোন তার পথ হারাবার ভয় –
তেমনি নিশ্চিন্ত ভয় ভাব হীন যেন কতদিন এভাবেই বসে আছে ওরা -
কোন অভাব কিছু পড়েনি চোখে আমার ,
তাদের সে জীবন গড়ায় –


শুধু লজ্জায় মাথা নিচু ছিল আমারি ,
আমি কেন গড়েছি ঘর বাড়ি ও সংসার ,
ও বাড়িটার থেকে দূরে ?
কেন বা দিয়েছি নাম তার সুসভ্য সমাজ ?