আমাদের ঘুমহীন চোখ ,
আমাদের মরে যওয়া মন ,
আর আমাদের মৃতদেহ ,
এই সবকিছু নিয়ে আজ
পৃথিবী জুড়ে নেমেছে অন্ধকার ।
সে গভীর অন্ধকারে আমি
একা একা হাঁটি বহুদূর।
সে পথের সুখ নেই, দুঃখ নেই,
আছে শুধু এক আগ্রাসী লালসার টান ।
সে আকর্ষনে আমার বোধ-বু্দ্ধি  পুড়ে ছাই ।
সেটুকু বোঝার আগেই চোখ বুজে
আমি পোঁছে গেছি, সবাইকে পিষে ফেলে
একা একা এক নিঃস্ব পৃথিবীতে।
তারপর চোখ মেলে দেখি
সমস্ত পৃথিবীটা শ্মাশান ।
একটা প্রানের চিহ্ন নেই কোনখানে।
চারিদিকে গাদা গাদা মৃতদেহের স্তূপ ।
সমুদ্র সৈকতে মৃত আয়লান শিশু মুখ-
বলে ওঠে - আমি বাচতে চাই-
            আমি বাচতে চাই-
আমি শুনছি না কিছুই-
আনন্ত উল্লাসে আমি চিৎকার করে উঠি
আমিই জয়ী, আমিই জয়ী ।
ধুলো রক্ত-মাখা শিশু মুখ বলে ওঠে
কে তুমি?
আমিই সেই নীরবতা-
ধ্বংস মানবসভাতার পর
পৃথিবী জুড়ে যা সাম্রজ্য গড়ে তোলে।