নারী -   এই কুঁড়ে ঘরে কেটে যায় যদি সারাটা জীবন,
           প্রিয়তম ব্যর্থ নয় সে।
           এ মাটি ঊর্বর পোড়া ইট নয়।
           যদি নাই থাকে ফুলশয্যা,
           তবু আসে প্রেম, আসে নাকি?
        এত কথা বলে নারী সে তাকাল পুরুষের দিকে,


পুরুষ - এ ধরার বুকে-
          নিজহাতে গড়া খড় কুটো দিয়ে এই কুঁড়ে ঘর।
          আমি মূর্খ হত দরিদ্র নির্ধন ।
          পথে পথে বেচি বনফুল হার ।
          এ জীবনে এই টুকু কথা আমার ।


নারী-   তবে আজ থেকে আমি
          তোর সাথে গাঁথি ফুলমালা ,
          শুরু হোক তোর সাথে পথ চলা।
          আমার গলায় দুলুক আকন্দ মালা,
          খোঁপায় থাক বনফুল আর সবুজ পাতা,
          আজ তোর সাথে আমি রক্ত করবী,
          কাল বসন্তে রাঙা পলাশ ।
           হে নিঃস্ব , আমায় ভালবাস ।


পুরুষ-   প্রেম তোর মধুময় অপূর্ব,
            কোথা হতে আসে তোর এত প্রেম?
            আমি নিঃস্ব কি মূল্য দেব তার?


নারী-   আঁচল ভরে দে আমার কদমের ফুলে।
           এনে দে জ্যোত্স্না ভেজা রাতে,
            নদীর বয়ে যাওয়া স্রোতে –
            দুটি রাতজাগা পাখীর সুখকথা ।
            যে কথা শোনানি কেউ  কোনদিন,
            বলে যা আমার কানে কানে আজীবন।