সাধ্য না ছিল সাধিবার তারে-
সে যে কোন মহাকালের গভীর সুর।
সাধ্য না ছিল আমার,
তারে বীনার তারে বাঁধিবার ।
সে কোন ভয়ঙ্কর অট্টহাস্যের হাসি-
সে কোন নির্মম নিষ্ঠুর অনন্ত উল্লাসি,
আমি তাকেই ভালবাসি ।
সৃষ্টি –ধ্বংস মাঝে বিরাজে সে-
সাহস ছিলনা আমার,
তা দিয়ে বানাব এক ঘর ভালবাসা।