তুমি ভালোবাস ,
তাই সবুজ শরীর বেয়ে নামল বৃষ্টি –
তাই ফুটল হাজার কুড়ি ,
লাল,নীল,হলুদে কি লাবন্যে রূপসী তারা ।
এলোকেশী হাওয়া তুলল ঐ বেশাখী ঝড় ,
সমুদ্র জুড়ে সে কি আলোড়ন।
আকাশে খেলল তড়িৎ
কি আনান্দে নাচে ময়ূরী –
বৃষ্টি ছুঁয়ে গেল কার চোখের জল
ভেসে গেল সব যন্ত্রণা –
নদী সে ভাসায় দুকুল, আজ বিরহ অবসান –
এত কিছু দিয়ে প্রকিতি জাগল প্রেমে মন হতে মনে নীরব বার্তায় ।