যেভাবে শিশির ছুঁয়ে যায় পৃথিবীর শরীর –  
ঠিক সেভাবে আমি তোমাকে ছুঁতে চেয়েছিলাম শিশিরের মত ।  
তোমায় ভালবেসে আমি শিশির হতে  পারিনি –
যেভাবে ভোরের আলো আধার ছুয়ে যায় –
ঠিক সেভাবে তোমায় ছুঁতে চেয়েছিলাম ভোরের আলোর মত –
তোমায় ভালোবেসে  আমি ভোরের আলো হতে পারিনি –
যেভাবে নরম নদী পাহাড়ের রুক্ষ পথের বক্ষ ছুয়ে যায় উষ্ণ আদরে –
ঠিক সেভাবেই ছুঁতে চেয়েছিলাম তোমায় এক নরম নদীর মত –
তোমায় ভালোবেসে আমি নদী হতে পারিনি ।
যেভাবে প্রেমের কাব্য শব্দে শব্দে মন ছুয়ে দেয় –
ঠিক সেভাবেই তোমাকে ছুঁতে চেয়েছিলেম ।
তোমায় ভালোবেসে আমি এক প্রেমের কাব্য হতে পারিনি ।