স্বপ্নের ঘরে দরজা বন্ধ করি –
নিছিদ্র চারিদিক –  প্রবেশ নিষেধ ।
এখনে আকাশ বাতাস নদী নেই –
নেই বৃষ্টি বাদল ,নেই ঝড় ও ঝঞ্ঝা-


কিছু স্বপ্ন তারা ,
যারা এখনো মরেনি , মরতে পারেনি বলে –
বন্দী কারাগারে মুক্তি খুঁজে মরে –খোঁজে মৃত মানব শরীর –

বাইরে প্রবল উচ্ছ্বাস ,
আনন্দে কারা মেতেছে যেন ,
তবু তা আনন্দ নয় জেন ,
বুকের পাঁজরে পাঁজরে লুকানো রক্তাক্ত ক্ষত চিহ্ন –
গাল ভরা হাসি হাসে
হাসি ও কান্নার তফাৎ রাখেনি কোন ।