পূজোর আকাশ
চারিদিকে খুশির ছোঁয়া
নীল আকাশের নীচে আলতো হাওয়া
দুরন্ত উৎসাহের মাঝে আমিও
তবু লাগে বড় একা,
অস্টমীর রাত আলোমাখা অন্ধকার পথ।
সবাই ছিল শুধু ছিলেনা তুমি
সেই সে এক অস্টমীর রাতে
যখন তুমি ছিলেনা আমার স্বপ্নে
তখনও চলেছি এ পথ ধরে
মনে হত এদিন গুলো সবথেকে সুন্দর
আজ সেই দিন সেই রাত
সেই আলোমাখা অন্ধকার পথ
তবু মনে হয় কোথায় সেই আমি
কোথায় সেই পূজোর আনন্দ।
বাড়ীর আড্ডা, পূজো প্যান্ডেলে ফুচকা খাওয়া
মন লাগেনি কোথাও
কেমন যেন সব উদাস উদাস।
স্টলে যখন কোলদ-ড্রিংকস নিয়ে আমি
মনে হল চলতি পথের পূজো ভিড় ঠেলে
এই বুঝি তুমি এলে।