এত রঙ আমি আর দেখিনি ,
যত রচে তোর রামধনু প্রেম আমার মনে ।
এমন কি তোর এলোমেলো চুল ,
হাতের চুড়ি ,ওড়না আঁচল ,
মনের ভিতর রাগ রাগিণী ,
পেখম তুলে ঝাপটা মারে ।
আমি তখন ছন্নছাড়া ,
আমি তখন এলোমেলো ,
আলগা খোঁপার বাঁধন যেন –
হটাত পড়ি ঝরে  ।
এমনি করে এক একটা দিন ঝরব আমি সারা জীবন ,
তোর কাঁচ বেঁধানো  ওড়না হয়ে ।
নইলে উড়ব  মেঘের ভিতর,
যেন এলোমেলো চুল তোর মুখের উপর
অমনি এক ঝটকায় বাঁধবি আমায় তোর নরম শাসনে ,
নরম আঙ্গুলে খোঁপার বাঁধনে -
এমনি সব স্বপ্ন দেখি অলিক সুখে গভীর রাতে-
একটা খোপার কাঁটা লুকিয়ে কেনা ,
লুকিয়ে রাখা রোজ বিছানায় বালিশ তলায়, তোকেই দেব বলে –
মনের ভিতর ঢেউ খেলে যায় –
আজকে প্লাবন , ডুবছে শহর  , এক হাটু জল -
বাস ,ট্রাম সব বন্ধ জানি ,
খোঁপার কাঁটায় ভাসছি আমি,
ঠিক পৌঁছে যাব  তোর প্রেমে ।