তোর খোলা চুল ,
সন্ধ্যা নগরীর পিঠে একরাশ অন্ধকারের মতো-
তুই বসে আছিস যেমন বসে থাকে নদী আঁচল ছড়িয়ে, বিস্তীর্ণ বালুচর ও সন্ধ্যা বেলা -
মালবাহী জাহাজের মত বন্দর ছেড়ে গেল আরও এক দিন ।
সে কি নিল ভরে কে জানে –
তোর স্থির চোখ নিয়ে গেল জাহাজের ধীর গতি-
এমন কত দিন ,এমন কত ভালবাসা প্রেম জাহাজ ,  
বিরহ যন্ত্রণা  ডুবে গেল এক বিন্দুতে , কত দূর গেল চলে   –
কষি না অঙ্ক আর ,
না, আর লিখি না কবিতাও
শুধু জানতে ইচ্ছে করে ,
সে ভালো আছে তো ।