সমস্ত কাব্য যেখানে শেষ হয় ,
সেই তুমি –
খোলা চুল এলোমেলো , মিশেছে মেঘলা মেঘেরা একরাশ –
স্বচ্ছ সমুদ্র নীল,  চোখেতে লুকায় –
আজ শব্দ নয় কিছু রঙ চাই –
ইচ্ছে মনে ,
তোমার উন্মুক্ত  বাহুতে  রঙিন প্রজাপতির পাখনা এঁকে দিই –
তুমি উড়ে যেও  যেখানে শরতের মেঘ সাদা বরফের মত-
তুমি না হয় আজ বৃষ্টি নয় , একটু আগুন মেখ ।
তোমায় ছুতে চাওয়া ইচ্ছারা বন্দী কবিতায় কেবলই ডানা ঝাপাটে পুড়বে একা একা -