শেষ পাতায় একটা শূন্য
উজ্জ্বল মুখে বসে থাকে –
আর দেখে আমায় ,
জীবন মাপছি আমি ,
শেষ হল বেলা , পড়ে থাকে মন, সব অকারন  
তবুও ছুটছে ওরা দেখি একদিন যেমন আমি-  
সা্মনে লক্ষ্য ভ্রষ্ট মরীচিকা , জীবনে জীবন ভুলে ,
চলছে এক মিথ্যে হার জিতের খেলা ।