একমাত্র ছেলের বিয়ে দিতে চান সরমা –
বাড়ি গাড়ী ,টাকা পয়সা কোন কিছুর অভাব নেই এ সংসারে –
ছেলেরও সরকারি চাকরি –
প্রতিদিন নিয়ম করে পেপারের পাত্র চাই এর বিজ্ঞাপন  গুলো খুটিয়ে পড়ে ফেলেন সরমা –  
ছেলের বিজ্ঞাপনটিও বেশ বড় করে দিয়েছেন  –
শান্ত ,সুন্দরী , লম্বা, ফর্সা  ,উচ্চ শিক্ষিত, গৃহকর্মে নিপুণা পাত্রী চাই –  
একটু গান বাজনা জানলে ভালো হয় কিন্তু চাকুরিরত মেয়ে চলিবে না-
কিন্তু আজ পেপার খুলে ,
পেপারে একটি পাত্র চাই বিজ্ঞাপন দেখে চোখ কপালে উঠল সরমার –
গৃহকর্মে নিপুন, উচ্চ শিক্ষিত , ঘোরোয়া ,লম্বা ,  সুদর্শন ,সুস্থ পাত্র চাই –
একত্রিশ বছরের পাত্রীর নিজস্ব বাড়ী গাড়ি , সরকারি চাকুরি ও একটি পাঁচ বছরের  আডপটেড চাইল্ড আছে-
বিজ্ঞাপন দেখে সরমার গা জ্বলে উঠল ,
বললেন, ও মেয়ের কি আর কোনদিন বিয়ে হবে?
অতি ধীরে হলেও সমাজটা বদলাচ্ছে, একটু অসুবিধে সরমার হবে ঠিকই ,  
তবুও –
  ছেলেটা এই প্রথমবার মুখ ফুটে বলল  এই মেয়েই তার পছন্দ  ।
মা হয়ে আর না করতে পারেননি  সরমা ।
তাই বদলে ফেললেন  একটু নিজেকেই-
বউমা নিজে হাতে ধরে এখন ড্রাইভিং শেখাচ্ছেন সরমাকে ,
আর সরমা ছেলে ও বউমাকে হাতে ধরে শেখচ্ছেন রান্না বান্না ,
আর পাঁচ বছরের তিন্নির চিতকারে বাড়িটা যেন কথা বলে -
এক নতুন আলোয় ,এক অন্য আলোয় ,এক বদলে যাওয়ার গল্প  বলে  আজ সরমার  সংসার ।